চৌচির চারিধার চারিদিকে হাহাকার বিধাতা দাও গো শাwšÍ অপার অতীষ্ট জ্বালা বুকে দিয়েছো ও ভূত্বকে সšÍvনসম সেথা দাড়িয়ে আমার। পানির জন্য জানি তার সে রাহাজানি ÿণে ÿণে বিধেছে হৃদয়ে হেথা করিয়া লালণ আমি কিষাণরে জান তুমি তার কষ্টে আমি যে পাই গো ব্যাথা।
বৃÿ শাখে বসি গগণপাণে চাহি তোমারে ডাকিতেছে ঐ পানকৌড়ি দয়াল দাও বৃষ্টি মোরা তোমারি সৃষ্টি রেখেছো কেন মোদের তব অনাহারি। চলিছে হাঁসের দল চারিদিকে কোলাহল খুঁজিয়া পাবে কোথায় জল পুস্করিণী ব্যর্থ তাদের চলা চোখে চোখে কথা বলা বিধাতার কাছে সবাই চাইছে পানি। রোদ্রের দাবদাহে আকাশপানে চাহে কা কা করে চলে কালো বিহঙ্গের দল তেষ্টায় ছাতি ফাটে যাব মোরা কোন ঘাটে দয়া কর প্রভু মোরা বড্ড দূর্বল।
এলোমেলো ঢেউ খেলে হাওয়ায় ভেসেছে দুলে কষ্টের জ্বালা ভহলে সবুজের দল ক্যামনে দানিবো দানা তোমারিতো সব জানা দিবার জন্য দাও কাঙ্খিত জল। ফলরাজ গাছগুলি আওড়িছে একি বুলি ক্যামনে শোভিত হব এই দুর্দিনে বিধাতার কাছে চল একি সাথে একি বলো মিলিবেনা তব কিছু কোন বারি বিনে।
গুমোট হয়েছে মন বুঝি না সে কি কারন বলিতি পরি না কিছু অনেক বলার মাঝে মানুষ করেছো প্রভু মানুষ হইনি তবু কুন্ঠিত নিজেতে আমি মানবতারি কাজে। জমেছে জঞ্জাল যত ভাবি তাই দিবারাত ক্যামনে শুধিবে তুমি তোমার এই সৃষ্টি জানি না কিরূপ তার কিভাবে দরকার চাইছি লাঘব তবে দাও তোমারি অনাবিল বৃষ্টি। জমেছে মেঘরাশি শুনি কার অট্টহাসি টানিতে চায় মোরে নিশিতের তরে অপগত করো কালো দেখিতে চাই যে আলো কাঙ্খিত বৃষ্টি দাও সকলের ঘরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
ফলরাজ গাছগুলি আওড়িছে একি বুলি ক্যামনে শোভিত হব এই দুর্দিনে
বিধাতার কাছে চল একি সাথে একি বলো মিলিবেনা তব কিছু কোন বারি বিনে।
.....ভালো লাগলো কবিতা ...আপনাকে ধন্যবাদ
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।